Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৬

মানিকগঞ্জের হরিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ


প্রকাশন তারিখ : 2016-08-08

কৃষকরাই হলা এদেশের প্রান। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে টাকার দরকার হয়, সে টাকার প্রধান উৎস হলো কৃষি ও কৃষক। তার পরে হলো যারা বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা বা রেমিটেন্স পাঠায়। অতএব কৃষকরাই হলো আমাদের মূল। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০১৬ এর আওতায় মাষকালাই বীজ ও সার বিতরণ উপলক্ষে চাষী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ বেগম এ কথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের ভালোবাসেন বলেই কৃষিতে আমাদের আজ এত উন্নতি। প্রধানমন্ত্রী সবসময় বলেন, আমার কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে। এজন্য মন্ত্রণালয়সহ সরকারের সকল দপ্তরের প্রতি সে অনুযায়ী কাজ করার জন্য  নির্দেশনা রয়েছে।
মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার -এর সভাপতিত্বে কৃষি প্রণোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আবদুল মুঈদ ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট গোলাম মহীউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ আলিমুজ্জামান মিয়া।  হরিরামপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জহিরুল হকের পরিচালনায় অন্যান্যের মাঝে স্থানীয় জনপ্রতিনিধি ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫০০ জন কৃষকের মাঝে সার, মাষকালাই বীজ, সীম ও লাউ চারা, সেক্স ফেরোমন ট্র্যাপ, স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ০৬ আগষ্ট ২০১৬ তারিখে হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।